প্রকাশিত: Sat, Apr 20, 2024 11:38 AM
আপডেট: Sun, Dec 7, 2025 12:54 AM

বাঙালি মুসলমানের বৃহত্তর অংশ আরব, ইরান, তুর্কির দিকে তাকিয়ে থাকে বীরের খোঁজে

জাকির তালুকদার : বাঙালি মুসলমানের বৃহত্তর অংশ আরব, ইরান, তুর্কির দিকে তাকিয়ে থাকে বীরের খোঁজে। এই ধারণা বহুল প্রচলিত। সত্যও বটে। কিন্তু বাঙালি হিন্দু রেনেসাঁ পুরুষরাও যে বাঙালিদের মধ্যে কোনো বীর খুঁজে পাননি, সেই দিকটি অনাবিষ্কৃত থেকে গেছে। বঙ্কিম, রামমোহন, দেবেন্দ্রনাথ, এমনকি রবীন্দ্রনাথও, হেম, নবীন, যদুনাথ সরকার কেউ বাঙালি বীর খুঁজে পাননি। তাই তারা উত্তর ভারতের দ্বারস্থ হয়েছেন। শিবাজি, মেবারের রানা প্রমুখকে খুঁজে এনেছেন। কলকাতায় তাই রেনেসাঁ ব্যক্তিত্বদের দ্বারা শুরু হয় ‘শিবাজি উৎসব’। 

আর বাঙালি বলতে তারা যে হিন্দু বাঙালিই বুঝতেন, তার প্রমাণ কলকাতায় ‘হিন্দু মেলা’র আয়োজন। এই নামে অনুষ্ঠান-সম্মেলন করে তারা যে বাঙালি সমাজের বৃহত্তর অংশটিকেই বাদ দিচ্ছেন, সেকথা ভাবার অবকাশ তাদের ছিল না। এসবে অবশ্য তখনকার বাঙালি মুসলমানের কিছুই আসে যায়নি। কারণ তারা ভদ্রলোক হয়ে ওঠেনি। পাঁকে পা পুঁতে খাদ্য উৎপাদন করেছে। খাইয়েছে হিন্দু রেনেসাগোষ্ঠীকে। না জেনেই জমিদারদের মাধ্যমে খরচ জুগিয়েছে ওইসব উৎসবের। লেখক: কথাসাহিত্যিক। ফেসবুক থেকে